আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জানুয়ারি: ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু হয়েছে দুই গ্রামবাসীর। বুধবার রাতে ঘটনা দুটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বাঁশতলা এলাকার নুনিয়াকুন্দরি এবং মেহেরাবাঁধ গ্ৰামে।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই গ্রামবাসীর নাম সুভাষ মাহাতো (৫০) এবং মনোরঞ্জন মাহাত (৩৪)। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তিনটি হাতি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে মেহেরাবাঁধ ও নুনিয়াকুন্দরি গ্রামে হানা দেয়। ওই সময় গ্রামের এক ব্যক্তিকে শ্মশানে দাহ করে বাড়ি ফিরছিলেন সুভাষ মাহাতো। অন্ধকারে হাতির মুখোমুখি হতেই একটি হাতি তাকে শুঁড়ে ধরে আছাড় মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষ বাবুর।
এই ঘটনার কিছুক্ষণ পরে বাঁশতলা স্টেশনে এক আত্মীয়কে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে মনোরঞ্জন মাহাতো হাতির সামনে পড়ে যান। কিছু বুঝে ওঠার আগে একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝাড়গ্রাম থানার পুলিশ ও মানিকপাড়া রেঞ্জের বনকর্মীরা মৃত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।