অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রামে হাতির হানায় মৃত হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন দাস। বয়স ৪৪ বছর।
স্থানীয়দের বক্তব্য, স্বপন বাবু স্থানীয় কোন এক জায়গায় মোরগ লড়াই করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে হঠাৎই রামপুরা গ্রামের কাছাকাছি রাস্তার সামনে চলে আসে হাতি। ওখানেই মৃত্যু হয় স্বপন বাবুর। এদিন রাত দশটা নাগাদ স্বপন বাবু বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও খোঁজ মেলেনি। শুক্রবার সকাল গ্রামবাসীদের চোখে পড়ে ধানের জমির কাছে খড়ের উপরে পড়ে রয়েছে স্বপন বাবুর মৃতদেহ। সাঁকরাইল রেঞ্জের বিট অফিসার জানিয়েছেন সঠিক তদন্ত করা হচ্ছে।