খিদের জ্বালায় হাতির দল পুরুলিয়ার বাঘমুন্ডির জনপদে, আতঙ্কে বাসিন্দারা

সাথী দাস, পুরুলিয়া, ৫ আগস্ট: পুরুলিয়ার বাঘমুন্ডির কয়েকটি গ্রামে হাতির হানায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। মঙ্গলবার রাতে দুটি হাতির দল খিদের জ্বালায় দাপিয়ে বেড়ায় বাঘমুন্ডি থানার রাবিডি۔ নিশ্চিন্তপুর ও চড়িদা গ্রামে। একটি দলে ১৪টি ও অন্যটিতে ২টি হাতির দল হানা দেয় বলে জানা গিয়েছে। ওই দুটি হাতির দলের হামলায় বেশ কিছু বাড়ি ও দোকান ভাঙ্গে। বাড়িতে থাকা চাল খাওয়ার চেষ্টা চালায় ওই দলটি। ভাইয়া বাড়ির বাইরে ছড়িয়ে পড়ে চাল। বেশ কিছু ফসল নষ্ট হয় বলে জানান গ্রামবাসীরা।

বুধবার, ১৪টি হাতির দল টুর্গা জলাধারের উপরে রয়েছে। কুদনা জঙ্গলে তাদের উপর নজরদারি চালায় বনকর্মীরা। রাতে ওই হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *