অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ মে: বুধবার খাবারের সন্ধানে ঝাড়গ্রাম ব্লকের শালবনি এলাকার পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর জিতুশোল এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল। ওই দলছুট হাতিটি এলাকায় রামলাল নামে পরিচিত। বুধবার সাত সকালে খাবারের সন্ধানে শালবনির ৫ নং রাজ্য সড়কের যেমন দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল, তেমনি খাবারের সন্ধানে রাস্তার ধারে থাকা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়ায় এবং খাবারের সন্ধানে তাণ্ডব চালায়। যার ফলে লোধাসুলি ঝাড়গ্রামের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে দাঁতাল হাতিটি ওই এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা।