আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর:
পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বাগমারি গ্রামের কাছে শুসনিবাড়ির জঙ্গলে ফের এক পূর্ণবয়স্ক হাতি মৃত্যু হয়েছে। কিছুদিন আগে দুটি দাঁতালের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয় পূর্ণবয়স্ক এই হাতিটি। আহত অবস্থাতেই মৌপাল রেঞ্জের বিভিন্ন জঙ্গলে হাতিটি ঘুরে বেড়াচ্ছিল। গতকাল সন্ধ্যা বেলা শুষনিবাড়ির জঙ্গলে হাতিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাগমারি গ্রামের বাসিন্দারা। পরে বনদপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা আহত ক্ষুধার্ত পূর্ণবয়স্ক হাতিটির খাবারের ব্যবস্থা করে। কিন্তু এই আহত হাতিটির চিকিৎসা করার কোনও সুযোগ পায়নি বনদপ্তরের মেডিকেল টিম। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাতিটির মৃত্যু হয় বলে মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে।
ডিএফও সন্দিপ বড়ুয়াল জানিয়েছেন, হাতিটির বয়স আনুমানিক পঁচিশ বছর। শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। একেবারে শেষ সময় জানতে পারায় বনদপ্তর চিকিৎসা করার কোনো সুযোগ পায়নি।