আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ এপ্রিল: দুটি দাঁতালের তুমুল সংঘর্ষে মৃত্যু হয়েছে একটি দাঁতালের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার ফুলবেড়িয়া- বাকড়ার জঙ্গলে।
বনদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঝাড়খন্ড লাগোয়া বাকড়া ও ফুলবেড়িয়া জঙ্গলে দশটি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছিল। দু-তিন দিন আগে তাদের মধ্যে বিভাজন ঘটে চারটি হাতি আশ্রয় নেয় ফুলবেড়িয়ার জঙ্গলে এবং ছটি হাতি বাকড়ার জঙ্গলে থেকে যায়। আজ সকালে দুটি হাতির দলই জঙ্গল থেকে বেরিয়ে মাঝামাঝি জায়গায় পৌঁছে যায়। এই সময় দুটি দাঁতাল উভয় উভয়ের দিকে ছুটে যায় এবং প্রাথমিকভাবে সংঘর্ষ শুরু হয়। বাকড়ার জঙ্গলের দাঁতালটি সেই সময় পিছিয়ে এলে সংঘর্ষ থেমে যায়। কিন্তু বেলা একটা নাগাদ ওই দুটি দাঁতাল ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাখানেক তুমুল সংঘর্ষ চলার পর একটি দাঁতালের মৃত্যু হয়।