ঝাড়গ্রামের বাঁকা ভুরকুন্ডায় হস্তি শাবকের জন্ম, আনন্দে মেতে উঠল হাতির দল

অমরজিৎ দে ,ঝাড়গ্রাম, ৩০ আগস্ট:
ঝাড়গ্রাম জেলার বনদপ্তরের বালিভাষা বিট এর অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের বাঁকা ভুরকুন্ডার জঙ্গলে শনিবার গভীর রাতে একটি মা হাতি এক শাবকের জন্ম দেয়। সেই সদ্যোজাত হস্তি শাবককে নিয়ে ওই জঙ্গলে থাকা হাতির পাল আনন্দে মেতে ওঠে। সারারাত ধরে সদ্যোজাত হস্তিশাবকটিকে ঘিরে রাখে হাতির দল। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সাধারণত সদ্যোজাত হস্তি শাবককে ছেড়ে কোথাও যায় না হাতির দল। ওই এলাকায় কয়েক দিন থাকবে বলে বন দপ্তর সূত্রে জানা যায়। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সদ্যোজাত হস্তি শাবকটিকে এবং হাতির দলকে নজরে রাখা হয়েছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

ওই এলাকায় কয়েক দিন ধরে বেশ কয়েকটি দাঁতাল হাতি একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে, ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি প্রচুর ফসলের ক্ষতি করছে হাতির দল। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি যাদের ফসলের ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে এবং জঙ্গল এলাকার রাস্তা দিয়ে রাতে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *