পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের বেশ কিছু এলাকায় গত তিন থেকে চার দিন ধরে প্রায় ৫০ থেকে ৫২টি হাতির দল অবস্থান করছিল। সেই সঙ্গে এই এলাকার মিরগা বিটের চাঁদাবিলা গ্রামে ক্ষয়ক্ষতি ও তাণ্ডব চালাচ্ছিল।
গতকাল রাতে দুই থেকে আড়াই বছরের একটি হস্তিশাবক মারা যায়। আজ সকালে গ্রামবাসীরা জঙ্গলে হস্তিশাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারা বনদপ্তরে খবর দেয়। তবে হস্তিশাবকটি কিভাবে মারা গিয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এক বনাধিকারিক জানান, ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।