আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন: সোমবার ভোরে শালবনি ব্লকের পিড়াকাটা এলাকায় একটি দলছুট হাতি তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙ্গে দিয়েছে। সেই সঙ্গে কয়েকটি ফলের বাগান তছনছ করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পিড়াকাটার রেঞ্জ অফিসার পাপন মহান্ত বলেছেন, তিন চারদিন হল একটি দলছুট হাতি চাঁদড়া রেঞ্জ থেকে এসে পিড়াকাটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে পিড়াকাটা রেঞ্জে কোনো হাতি না থাকলেও চাঁদড়া রেঞ্জ এলাকায় ১৪-১৫টি হাতি রয়েছে। সেই হাতি গুলির থেকে একটি হাতি দলছুট হয়ে পিড়াকাটা এলাকায় ঢুকেছে। হাতিটিকে তাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পিড়াকাটা বাজার লাগোয়া বসতিতে ঢুকে একটি পাকা বাড়ির দেয়াল ভেঙ্গে ধান চাল খেয়েছে হাতিটি। এরপর অন্য একটি বাড়ির দেওয়াল ভাঙ্গার সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা জেগে যান এবং হাতিটিকে তাড়া করে জঙ্গলে পাঠিয়ে দেন। বাড়িতে হামলা চালানোর আগে দলছুট হাতিটি ফলের বাগানে ঢুকে গাছের ডাল ভেঙ্গে আম, জাম, কাঁঠাল খেয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।