আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: শালবনির জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন ভোরবেলা মেদিনীপুর বনবিভাগের শালবনি ব্লকের ভাদুতলা রেঞ্জের জোড়াকুসমার জঙ্গলে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা মৌপাল বিট অফিসের আধিকারিকদের খবর দেন। আধিকারিকদের প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতার কারণেই পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হয়েছে। যদিও হাতি মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মেদিনীপুর বনবিভাগের আধিকারিক সন্দীপ বেরোয়াল জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মেদিনীপুর বনবিভাগের শালবনী, চাঁদড়া, পিড়াকাটা, ভাদুতলা এলাকায় হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। হাতির দল মাঠের ফসলের যেমন ক্ষতি করেছে তেমনি গত দেড় মাসে হাতির হানায় মৃত্যু হয়েছে পাঁচজনের। হাতির তাণ্ডবে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিগত ছয় মাসে বিভিন্ন কারণে দুটি শাবক সহ চারটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।