অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ আগস্ট:
আবারও হাতির হানায় প্রাণ গেল এক বৃদ্ধার। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম লক্ষ্মী মাহাতো, বয়স আনুমানিক ৬৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন লক্ষ্মী দেবী চাষের কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য গত দুদিন আগে হাতির থানায় ঝাড়গ্রামে মৃত্যু হয়েছিল তিনজনের গুরুতর জখম হয়েছিলেন দুজন। গতকালও হাতির হানায় গুরুতর জখম হয়েছিলেন এক ব্যক্তি। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ঝাড়গ্রাম জেলা জুড়ে যে হারে হাতির থানায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের তাতে বনদপ্তরের উপর ক্ষুব্ধ। সাধারণ মানুষের দাবি, বনদপ্তর কোনও কাজ না করে চুপচাপ আছে। হাতি এলাকায় থাকলেও হাতি নেই বলে দাবি করে তারা চুপচাপ থাকছেন। আর এর ফলেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।