হাতির হামলায় ইঁট পাঁজাতে কর্মরত শ্রমিকদের মৃত্যু

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ এপ্রিল: হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার ভোরে ঘটনাটি ঘটে ঝালদার কুটিডি গ্রামের রাস্তায়। মৃতের নাম ফণী মুড়া। তাঁর বাড়ি ঝালদার মসিনা গ্রামে।

কুটিডি গ্রামের কাছে একটি ইঁট ভাটায় দুই শ্রমিক ভোর  পাঁচটা নাগাদ কাজ করার সময় হঠাৎ একটি দাঁতাল এসে পড়ে। একজন পালাতে পারলেও ফনি মুড়া ওই বৃদ্ধ  হাতির কবলে পড়ে যান। শুঁড় দিয়ে তাঁকে আছড়ে মারে ঘাতক দাঁতালটি। স্থানীয়রা জানান ভোর পাঁচটা নাগাদ ঘটে ঘটনাটি। লকডাউন থাকলেও পেটের জ্বালায় ওই ইঁট ভাটায় কাজ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। 

ফানিবাবুর স্ত্রী টুনু বালা মুড়া ও দাদা পূর্ণচন্দ্র মুড়া জানান লকডাউন চললেও পেটার জ্বালায় গোকুলনগর গ্রামের অজিত মাহাতোর ইঁট পাঞ্জায় কাজ করতে গিয়েছিল। সেখানেই আজ ভোরবেলা হাতির কবলে পড়ে মৃত্যু হয়েছে। তাই সরকারের কাছে আবেদন যেন ক্ষতিপূরণ পাই।

লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিনাম একজন শ্রমিকের মৃত্যু। এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা।

যদি ইট  ভাটা লকডাউনকে মান্যতা দিয়ে বন্ধ থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না বলে দাবি তাঁদের। একই সঙ্গে তাঁদের আর্জি প্রশাসন যদি বিষয়গুলি নজর না দেয় তাহলে পরিনাম ভুগতে হবে সকলকেই । কারণ, এই ভাইরাসকে পরাজয় করতে গেলে লকডাউন মানতেই হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *