আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ বনবিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে হাতির অবস্থান উল্লেখ করে এলাকাবাসীদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে ১৬.০১.২০২০ তারিখ প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী হাতির অবস্থান নিম্নরূপ –
রেঞ্জ: আমলাগোড়া, বিট: পাথরিশোল, মৌজা: মাগুরাশোল, দল হাতি ৮-১০ টি।
রেঞ্জ: আমলাগোড়া, বিট: রসকুণ্ডু, মৌজা: রোসিয়ারি, দল হাতি ১২ টি।
রেঞ্জ: মহালিশাই, বিট: রূপারঘাগরা, মৌজা: খড়কাটা, স্থানীয় হাতি ১ টি।
রেঞ্জ: মহালিশাই, বিট: মাহালিসাই-২, মৌজা: খাপরিভাঙ্গা, স্থানীয় হাতি ১ টি।
রেঞ্জ: হুমগড়, বিট: আমলাসুলি, মৌজা: টেসকোনা, স্থানীয় হাতি ১ টি।
রেঞ্জ:গড়বেতা, বিট:ধাদিকা, মৌজা: খড়িকাসুলি, দল হাতি ৬-৮ টি। এছাড়া ১৫-১৬ টি দল হাতি নয়াবসত রেঞ্জে অবস্থান করছে যেটি হুমগড় রেঞ্জ সীমানাতে অবস্থিত।