সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ ডিসেম্বর: কর্তব্যরত বিদ্যুৎ কর্মীদের গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয়। ঘটনাটি ঘটেছে ছাতনার বিন্দনা গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিন্দনা গ্রামে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইনের তার সংলগ্ন একটি গাছ কাটার কাজে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সেই গাছ কাটতে গেলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বচসা হয়। এতে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বিদ্যুৎ কর্মীদের ব্যাপক মারধর করা হয়।
স্থানীয় বিন্দনা গ্রামের বাসিন্দা রহিত মন্ডল (৪২)- এর বিরুদ্ধে এই মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় গুরুতর আহত হন বিদ্যুৎ দপ্তরের কর্মী মেঘনাথ সরেন ও গুরুপদ হাঁসদা। এই দুই বিদ্যুৎ দপ্তরের কর্মীকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
গতকাল সন্ধ্যায় বিদ্যুৎ দপ্তরের বাঁকুড়া ডিভিশনের তরফে লিখিত অভিযোগ জমা পড়ে ছাতনা থানায়। এই ঘটনায় মামলা রুজু করে পুলিশ। এই অভিযোগ পেয়ে তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত রহিত মন্ডলকে গ্রেফতার করে। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

