আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শুক্রবার চালু হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সল্টলেক স্টেডিয়াম 132 kv জিআই সাব স্টেশনের কন্ট্রোল রুম ভবন। এই সাবস্টেশনের বিদ্যুৎ সংবহন ক্ষমতা 186.3 এমভিএ।
এই সাবস্টেশন সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলের প্রায় ১ লক্ষ সাধারণ বিদ্যুৎ গ্রাহক, মেট্রো রেল, তথ্য প্রযুক্তি এবং শিল্প বাণিজ্য ক্ষেত্রের বিদ্যুদয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস গত বছরে আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত সল্টলেকের ১৩২ কেভি জিআই সাব স্টেশন চালু করেছিলেন, যা শুধু বাংলা নয়, সারা দেশের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রে অন্যতম নজির স্থাপন করেছে।

