পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: স্মার্ট প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্ষুদ্রশিল্প ধর্মঘটের সমর্থনে ঘাটালে বিক্ষোভ দেখাল বিদ্যুৎ গ্রাহকরা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিদ্যুৎ গ্রাহকরা নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে বিক্ষোভ দেখায়। সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ঘাটাল মহকুমা কমিটির আহ্বানে মহকুমা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন গ্রাহকরা। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে প্রায় তিন শতাধিক গ্রাহক অবস্থান কর্মসূচিতে সামিল হওয়ার পর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে ডিভিশনাল ম্যানেজার অফিসে কর্মসূচিতে যোগ দেন। কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই মিটারে অগ্নি সংযোগ করেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহঃ সভাপতি মধুসূদন মান্না। অবস্থান মঞ্চে মূল বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহকুমা কমিটির যুগ্ম আহ্বায়ক অসিত সরকার ও সুব্রত মাজী।
নারায়ণ চন্দ্র নায়ক বলেন, স্মার্ট প্রিপেড মিটার ও টিওডি সিস্টেম বাতিল, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে অ্যাবেকার পক্ষ থেকে আজ ২৪ ঘন্টার ক্ষুদ্র শিল্প ধর্মঘট ডাকা হয়েছে।