আমাদের ভারত, হাওড়া, ২৮ মে: বাড়ির পাশে থাকা কলাগাছের পাতা বিদ্যুতের তারে লাগায় কলাগাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সমর রায় (৪৭)। বাড়ি রাজাপুর থানার আঁধারমানিক গ্রামের দোলুই পাড়ায়।
জানাগেছে, বাড়ির পাশে থাকা কলাগাছের পাতা বৈদ্যুতিক লাইনে লাগায় বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যেয় সমর বাবু কলাগাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

