সুুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৮ মে: ইলেকট্রিকের কাজ করতে এসে মর্মান্তিক মৃত্যু হল এক কর্মীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা অশোকনগর শেরপুর এলাকায়। মৃৃত ওই ব্যক্তির নাম বাবু অধিকারী (৪৮)। অশোকনগর এজি কলোনির বাসিন্দা বাবু অধিকারী। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায়
শোকাহত এলাকার মানুষ সহ তার সহকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে শেরপর এলাকার বাসিন্দা সুকুরঞ্জন বনিকের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ হওয়ায় কাজ করতে আসেন। তিনতলার ছাদের একটি হ্যালোজেন লাইট ছুঁতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওভাবেই দেহ ছাদের ধারে ঝুলে থাকে। পরে অশোকনগর থানার পুলিশ ও দমকল বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তার সহকারীরা জানিয়েছে, দুদিন ধরে বৃষ্টি হওয়ায় ছাদ ভিজে ছিল। তিনি ওই হ্যালজেনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। অনেক চেষ্টা করেও লাভ হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তে জন্য পাঠিয়ে দেওয়া হয় দেহ।