পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভার ৪৩৩১টি বুথের ভোটার তালিকা সংশোধনের কাজ পর্যবেক্ষণে নির্বাচনী আধিকারিকরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: বুথে বুথে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি -২০২৪ চলছে গত ১লা নভেম্বর থেকে, চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভার ৪৩৩১টি বুথে হয়ে চলা এই কাজের পর্যবেক্ষণ করতে আজ এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে অমিত রায় চৌধুরী, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়। তারা জেলাশাসকের কার্যালয়ে খুরশিদ আলী কাদরী, জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক, সন্দীপ টুডু, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন), সকল মহকুমা শাসক, সকল নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সকল বিডিও ও অন্যান্যদের সঙ্গে বিশেষ পর্যালোচনা করেন।

তারা আসন্ন লোকসভা নির্বাচনের সুসম্পন্ন করার উদ্দেশ্যে সকল যোগ্য নাগরিক যারা ১ জানুয়ারি ২০২৪ এ ১৮ বছর পূর্ণ করবেন তাদের সকলের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জেলার সকল নির্বাচনী আধিকারিকদের বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। এই জেলার কাজের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং অন্যান্য সকল বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ দেন। এরপর রাজ্যস্তরের সম্মানীয় আধিকারিকরা কয়েকটি বুথে সরজমিনে গিয়ে বিএলও, এমনকি বুথে আবেদনপত্র জমা দিতে আসা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *