স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ নভেম্বর:
বিহারের নির্বাচন থেকে পশ্চিমবঙ্গের শাসকদলকে শিক্ষা নিতে বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, বিহারে এত বড় একটা নির্বাচন হলো কিন্তু বিরোধীরা কোনও অভিযোগ করেনি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে এই নির্বাচন থেকে রাজ্যের অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত।
মঙ্গলবার কৃষ্ণনগর টাউন হলে বিজেপির বিজয়া সম্মেলনে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বিহারে এত বড় নির্বাচন হলো হিংসা, খুন, মারামারি, বুথ দখল কোনোটাই হলো না। এরপর তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, আর পশ্চিমবঙ্গে ভোট এলেই শুরু হয়ে যায় মৃত্যু মিছিল। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান কেন পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ ভোট হয় না, কেন মানুষ পশ্চিমবঙ্গে নিজের ভোট নিজে দিতে পারেন না? কেনই বা ভোটের আগে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যায় মৃত্যু মিছিল?