আমাদের ভারত, ৫ অক্টোবর: দুর্গাপুজো মিটলেও বাংলায় উৎসবের মরশুম এখনো চলছে। কিন্তু এসবের মধ্যেই ভোট প্রস্তুতিতে নেমে পড়লো জাতীয় নির্বাচন কমিশন। আগামী বুধবার ৮ অক্টোবর রাজ্যের নির্বাচনী প্রস্তুতি দেখতে আসছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডিজি তথ্যপ্রযুক্তি সীমা খান্না সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা।
এই সফরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা শাসক ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। যাবেন উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদনীপুরে। এছাড়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা প্রতিনিধি দলের।
কমিশন সূত্রে খবর, কলকাতায় পা রেখেই বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপনির্বাচন কমিশনার সহ কমিশন কর্তারা বৈঠক করবেন জেলাশাসকদের সঙ্গে। এসডিও, ইআরও-র মত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে ঐদিন নিউটাউনে জেলা পরিষদ প্রেক্ষাগৃহে, রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউটাউনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী সড় অন্যান্য কর্তারা।
তারপর বারাসত বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা। পরের দিন ৯ অক্টোবর পূর্ব মেদনীপুরের কোলাঘাট, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারীদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। চারটি বৈঠকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল থাকবেন।
বুধবার জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা যাচাই করে দেখা বা ম্যাপিং বুথ লেভেল অফিসার বা বিএলও-দের নিযুক্তি এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রতিনিধি দল ফিরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে বাংলায় এসআইআর শুরুর দিনক্ষণ ঘোষণা করা হবে।

