রাজেন রায়, কলকাতা, ১০ ডিসেম্বর: একলা চলো নীতিতে বিশ্বাস রেখে ১২১ আসনে প্রার্থী দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এবারের নির্বাচনে তাদের শক্তি পরীক্ষা করতে চায় তারা। তার মধ্যে রয়েছেন ৩৯ জন মহিলা প্রার্থী। আজ প্রার্থীদের হয়ে প্রচার করতে কলকাতায় এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিনের প্রথম ভাগে প্রার্থীদের হয়ে প্রচার করার পরে সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখানেই প্রকাশ করেন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার।
ইস্তেহারের নাম দেওয়া হয়েছে “আমার কলকাতা।” ৬ পয়েন্টের ভিত্তিতে কংগ্রেস মহানগরের জন্য কী কী করতে চায় সেকথা স্পষ্ট করে উল্লেখ করেছে
ইস্তেহারে।
•নিকাশি ব্যবস্থার উন্নতি, বৃষ্টির জল যাতে শহরকে জলমগ্ন না করে দেয় সেই কারণেই উন্নত নিকাশি ব্যবস্থা করা হবে।
•বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের বিল কমানোর জন্য রাস্তায় সোলার প্যানেল এবং সোলার লাইট লাগানো হবে।
•হকারদের ব্যবসা নিয়ন্ত্রিত করতে হবে এবং যাতে তারা সরকারের এবং বাকিসব সুবিধা পায় তার ব্যবস্থা করা হবে। তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে।
•যথাযথ পুনর্বাসনের মাধ্যমে ফুটপাথ দখলমুক্ত করা হবে।
•প্রতিটি পরিবার চব্বিশ ঘন্টা জল পাবে।
•বুজে যাওয়া পুকুরগুলির সংস্কার হবে, এবং পরিবেশের উন্নতি ঘটাতে শহরের বুকে গাছ লাগানো হবে।
•শিশু শ্রম বন্ধ করতে প্রচার চালানো হবে এবং প্রতি বরোতে গঠিত হবে ভিজিল্যান্স কমিটি।
কলকাতা কর্পোরেশনের ২৮ হাজার শূন্য পদের নিয়োগ, এবং সমস্ত অস্থায়ী পদের স্থায়ীকরণ।
কংগ্রেসের ইস্তেহারে কতটা ভরসা রাখছে শহরবাসী, তা হয়তো বোঝা যাবে পুরো ভোটের ফলাফলেই।