আমাদের ভারত, ৫ আগস্ট: ভোটার তালিকায় নাম তোলায় কারচুপির অভিযোগে বাংলার চার আধিকারিককে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে ওই ওই চারজনের বিরুদ্ধে এফ আই আর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত চার জনের তালিকায় রয়েছেন ২ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টাল রেজিস্ট্রেশন অফিসার। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্বের ইআরও দেবত্তোম দত্ত চৌধুরী ও তথাগত মন্ডল। অন্যদিকে ময়নার ইআরও বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। নির্বাচনের কাজে নিযুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটরদের কিছু গোপন নথি দিয়ে নাম নথিভূক্তকরণের কাজ করতেন ও নাম ভোটার তালিকার সংযোজিত হতো। আর এতেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে ওই চারজনের বিরুদ্ধে।
দিল্লি নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করে। সরকারি কাজে অনিয়মের অভিযোগে তাদের সাসপেন্ড করা হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এদের বিরুদ্ধে এফ আই আর করতে হবে।
নির্বাচন কমিশন উল্লেখ করেছে, ২৯ জুলাই পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের চার নির্বাচনী আধিকারিক নিজেদের কাজ ঠিকমতো করেনি। শুধু তাই নয়, ভোটার তালিকার কাজ করতে গিয়ে তারা গোপনীয়তা নীতিও ভেঙেছেন। নিজেদের লগইন আইডি অন্যদের দিয়ে কাজ করিয়েছেন, যা নির্বাচন কমিশনের নিয়মের পরিপন্থী।
চিঠিতে জানানো হয়েছে, ১৯৫০ সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা গেছে।