Suvendu, BJP, সাপের গর্তে নির্বাচন কমিশন অ্যাসিড ঢেলে দিয়েছে: শুভেন্দু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ নভেম্বর: আজ নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে জাতীয় মহিলা কমিশনার ডক্টর অর্চনা মজুমদারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পের উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এস আই আর নিয়ে গোটা দেশে কোথাও কিছু সমস্যা নেই। শুধু এখানে সমস্যা। কারণ সাপের গর্তে নির্বাচন কমিশন অ্যাসিড ঢেলে দিয়েছে। সাপের গর্তে অ্যাসিড ঢেলে দিলে যেরকম সাপ বেরিয়ে পড়ে, তেমনি এখানেও নির্বাচন কমিশন সাপের গর্তে অ্যাসিড ঢেলেছে, তাই এত চিৎকার।

এরপর নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে বলেন, করুন না, চুরির পয়সা আছে, করুন। শুধু ডেট পেরিয়ে যাওয়া ওষুধ আনবেন না, ভুয়ো ডাক্তার আনবেন না। সরকার তো। এখানে প্রাইমারি হেল্থ সেন্টার গুলিতে ওষুধ পাওয়া যায় না কেন? ওসব সাজানো কেউ চায়নি এখানে।

আমি তো বিরুলিয়ায় মৃত শ্রমিকের বাড়িতে গিয়েছিলাম। প্রদীপ মান্না বলে একজন শ্রমিক আইপ্যাকের শেখানোয় বলেছে, নন্দীগ্রাম বিধায়ক তার বাড়িতে দেখা করতে যায়নি। ওসব আইপ্যাকের শেখানো। ওই পরিবারটি তো আমাদের পরিবার। আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম, আপনি কোথায় কাজ করেন? বলল ওড়িশাতে। এখানে কাজ করেন না কেন? বলল এখানে কাজ পাই না, যদিও পাই ৩০০ টাকা মজুরি, ওড়িশা, ভুবনেশ্বরে কত দেয়? বলল ৭০০ টাকা দেয় নির্মাণ কর্মীর কাজে, রাজমিস্ত্রির কাজে হাজার টাকা। না, এসব বললেন কেন? প্রদীপ মান্না বলল, আই প্যাকের লোকেরা বাবু শিখিয়ে দিয়েছিল। তাই বলেছিলাম। আমি তো জানি না এসব। তাহলে বুঝুন। একটি বেসরকারি চ্যানেল এই খবরটি লাইভ করেছিল। তাবেদারি করছে এখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *