আমাদের ভারত, ১২ আগস্ট: ভোটের ঢাকে কাঠি না পড়লেও ভোট প্রচারের প্রস্তুতি তুঙ্গে। বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। রাজ্যে বারোটা রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করল কমিশন। যা নিয়ে পুরোদমে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কমিশন বলেছে, বাতিল হওয়া দলগুলি গত ৬ বছর ভোটে লড়াই করতে নামেনি। ফলে রাজনৈতিক আঙিনায় তাদের কোনো অস্তিত্ব নেই। আর সেই কারণেই তাদের বাতিল বলে ঘোষণা করা হলো। অর্থাৎ আগামী নির্বাচনে তারা আর ভোটে লড়তে পারবে না। নির্বাচনে তারা কোন প্রার্থীও দিতে পারবে না।
দলগুলি হল— আম্বেদকরবাদী পার্টি, গ্লোবাল পিপল পিস পার্টি, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, মাই হি ভারত, ন্যাশনাল কনফেডারেসি অফ ইন্ডিয়া, ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি, পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি,
পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, রাইট পার্টি অফ ইন্ডিয়া, দ্য রিলিজিয়ান অফ ম্যান পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া।