কুমারেশ রায়, আমাদের ভারত, খড়গপুর, ২৩ নভেম্বর:
আজ দুপুরে চৌরঙ্গী থেকে রাম মন্দির পর্যন্ত র্যালি করে বিজেপি। এই রোড শো’র হুডখোলা জিপে ছিলেন বিজেপির সাংসদ মনোজ তেওয়ারি, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ এবং বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। দীর্ঘ ৬ কিমি পথে বিভিন্ন বাজনা সহযোগে র্যালি হয়। কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। অন্যদিকে এদিন বিকেলে খড়্গপুরের বিভিন্ন এলাকায় রোড শো করে প্রচার চালান রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৫ কিলোমিটার জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল মানুষের ঢল। যতদূর দেখা যায় চোখে পড়েছে শুধু মানুষের মাথা। হুডখোলা গাড়িতে ছিলেন মন্ত্রী ও প্রার্থী প্রদীপ সরকার ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা ও তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান।
একটি পথ সভায় শুভেন্দু বলেন, “এই খড়্গপুর থেকেই বিজেপির শেষের শুরু। এখান থেকেই শুরু হবে বিজেপি নামক বিষবৃক্ষ উপরে ফেলার কাজ। আর এতে মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। মানুষ বুঝে গেছেন এই রাজ্যে উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি। তাই তাঁর মনোনীত প্রার্থীকেই বিধায়ক হিসেবে বেছে নেবেন।”