আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: রবিবার ভোটের বাজারে একটি গুরুত্বপূর্ণ দিন খড়্গপুরে উপনির্বাচনের প্রচারে শেষ রবিবার যতটা সম্ভব বেশি সংখ্যক ভোটারকে ছুঁয়ে গেলেন প্রার্থীরা। পরের সোমবার অর্থাৎ ২৫শে নভেম্বর ভোট, তাই আগামী রবিবার প্রকাশ্য প্রচারের সুযোগ থাকছে না। খড়গপুর বিধানসভার উপ নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ এদিন সকাল থেকে দলের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে আয়মা ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন।
অন্যদিকে বিজেপি প্রার্থী প্রেমচাঁদের স্ত্রী বন্দনা ঝাঁ দলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শহরের কৌশল্যা এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে প্রচার চালান। একই সময়ে কৌশল্যার ঝাপেটাপুরে খোলা গাড়িতে প্রচার চালাচ্ছিলেন বিজেপির বিদ্রোহী নির্দল প্রার্থী প্রদীপ পট্টনায়ক। দুই পক্ষ মুখোমুখি হতেই পরস্পর গেরুয়া ঝান্ডা নেড়ে এবং জয়শ্রী রাম বলে সৌজন্য বিনিময় করে। প্রেমচন্দ্র ঝাকে প্রার্থী করা নিয়ে বিস্তর অভিযোগ তুলে বিক্ষুব্ধ প্রার্থী হয়েছেন প্রদীপ পট্টনায়ক। বিজেপি বাঁচাও কমিটি গড়ে প্রচারে সে কথা মাইক নিয়ে খোলাখুলি বলছেন প্রদীপ পট্টনায়ক।
বিজেপিও পাল্টা প্রচারে বলছে, তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিজেপির ভোট কাটতেই ‘ডায়মন্ড’ প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন প্রদীপ পট্টনায়ক। সব মিলিয়ে সরগরম দুপক্ষই। তবে দুপক্ষই ভরসা করছেন রাম ভোটকে। প্রচারে মুখোমুখি হতেই তাই দুপক্ষই সমস্বরে রামকেই টেনে আনলেন।