চন্দ্রায়নকে ভিত্তি করে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারের অভিযোগ

আমাদের ভারত, কলকাতা, ৩০ আগস্ট: চন্দ্রায়ন ৩-এর মত উদ্যোগের ফলে ভারত আজ কেমন উন্নত দেশে পরিণত হয়েছে; এই বিষয়ের ওপর আলোচনা করে মানুষকে বোঝাতে উদ্যোগী হল অল ইণ্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। এই উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে, সারা ভারত সেভ এডুকেশন কমিটি।

মঙ্গলবার একটি অনলাইন বৈঠকে এআইসিটিই চেয়ারম্যান দেশের প্রতিটি অনুমোদিত কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এব্যাপারে সভা করার নির্দেশ দিয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর জুড়ে এই সভাগুলো করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে খেলোয়াড়, চলচ্চিত্র তারকা, হিন্দুত্ববাদী নেতা প্রভৃতি সমাজের নানা অংশের খ্যাতিমান ব্যক্তিদের আমন্ত্রণ করার কথা জানানো হয়েছে।

প্রস্তাবিত সেই জনসভায় ইতিমধ্যে যে নামগুলো ওই অনলাইন বৈঠকে প্রস্তাবিত হয়েছে – তাহল সচিন তেণ্ডুলকর, ধোনি, অমিতাভ বচ্চন, শ্রী শ্রী রবিশংকর, সৎ গুরু প্রমুখ। এছাড়া আরও নাম এআইসিটিই-র কাছে জমা দিতে হবে এবং তারপর তা চূড়ান্ত হবে।

সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক ড: তরুণকান্তি নস্কর এ খবর জানিয়ে বলেন, “এটা পরিষ্কার চন্দ্রায়নকে ভিত্তি করে ‘ভারত উন্নত দেশ’এ পরিণত হয়েছে এই প্রচার বিজেপির নির্বাচনী প্রচার ছাড়া আর কিছু নয়। এআইসিটিই- র মত স্বশাসিত সংস্থাকে কেন্দ্রীয় সরকার শাসক দলের নির্বাচনী স্বার্থে কাজে লাগাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই কর্মসূচি বাতিল করার দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *