আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: অঙ্গ দানের মধ্যে দিয়ে ছেলের মৃত্যু শোক ভুলতে চাইছেন বৃদ্ধ বাবা মা ভট্টাচার্য দম্পতি। এই ঘটনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পাঁচ মন্দির এলাকার। মৃতের নাম সংগ্রাম ভট্টাচার্য। মৃত্যুর পর সোমবার দুপুরে তার অঙ্গ দান করেছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃত্যুর আগে সংগ্রামের ইচ্ছা ছিল মৃত্যুর পরে তার অঙ্গ ও দেহ যেন দান করা হয়। তার সেই ইচ্ছেতেই এদিন তার হার্ট, চক্ষু, লিভার এবং চামড়া দান করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার ভাটপাড়ার বাড়ি থেকে বাইক নিয়ে কাজে বেরিয়ে পথ দুর্ঘটনা ঘটে পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগ্রাম ভট্টাচার্যের। মাথায় আঘাত পান তিনি। প্রথমে কল্যাণীর জেএনএম ও পরে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ব্রেন ডেথ হয় সংগ্রাম ভট্টাচার্যের (৩১)। সোমবার দুপুরে সংগ্রামের দেহের বিভিন্ন অঙ্গ দান করা হয় তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে। মৃতের পরিবারের আরো এক সদস্য জ্যোতির্ময় ভট্টাচার্য এক বছর আগে মারা যান। তিনি লও তাঁর অঙ্গ দান করেছিলেন। জ্যোতির্ময় বাবু সংগ্রামের জ্যাঠা ছিলেন। জ্যাঠার পদাঙ্ক অনুসরণ করে এবার সংগ্রামের দেহের বিভিন্ন অঙ্গ দান করা হল।
মৃতের বৃদ্ধ বাবা সস্বিম ভট্টাচার্য ও মা দেবী ভট্টাচার্য বলেন, ছেলে তো চলেই গেল, মৃত্যুর আগে ওর ইচ্ছে ছিল ওর অঙ্গ যাতে অন্যের সাহায্যে কাজে লাগে। সেই মত অঙ্গ দান করা হল।

