Blood donation, Chandrakona, বোনের জন্মদিনে চন্দ্রকোনায় রক্তদান শিবিরের আয়োজন দাদার, সাধুবাদ জানালেব সকলে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: ব্যক্তিগতভাবে বোনের জন্মদিনে দাদার আয়োজনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এখনকার দিনে সকলেই ব্যস্ত তাদের নিজের নিজের কাজে। কেউ মাঠে ধান কাটা থেকে ধান তোলা, আলু লাগানো প্রভৃতি নানান কাজে ব্যস্ত থাকায় এই শীতের মরশুমে রক্তদান শিবির তেমন হয় না বললেই চলে। তাই শীতের মরসুমে বোনের জন্মদিনে দাদার আয়োজনে চন্দ্রকোনা রোডে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সাংবাদিক বন্ধু থেকে প্রশাসনিক কর্মী সকলেই হাত বাড়িয়ে দেন এই উদ্যোগে।

বর্তমানে পশ্চিম মেদিনীপুরের পাঁচটি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহে একটু ভাটা পড়েছে। এইরকম অবস্থায় এই ধরনের রক্তদান শিবির আগামী দিনে যে অনেক আশার আলো দেখাবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না।

আয়োজনকারী সুমন পাত্রের তরফে জানানো হয়েছে, রক্তের অভাব মেটাতেই এই উদ্যোগ। স্থানীয় এলাকায় যদি খবর আসে কারও রক্তের প্রয়োজন আমরাই চেষ্টা করি সেই অভাব মেটানোর। একটা ছোট্ট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে স্থানীয় স্তরে আরো প্রচার করে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে ও বৃহৎ আকারে একটি রক্তদান শিবির করার প্রচেষ্টা চালানো হবে।

বোনের জন্মদিনে এই রক্তদান শিবির আয়োজিত হওয়ায় বোনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বোনের জন্মদিনে দাদার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *