অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ মে: কলের জল যাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে মেজ ভাইয়ের হাতে খুন হল ছোট ভাই। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের ঘুঁটিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম জয়ন্ত বারি, বয়স ৩১ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কলের জল যাওয়া নিয়ে রতন বারি ও জয়ন্ত বারির মধ্যে বচসা শুরু হয়।পরে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। এরপর রতন বারি হাতের কাছে থাকা বাঁশ দিয়ে তার ছোট ভাই জয়ন্ত বারিকে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জয়ন্ত। তারপর জয়ন্তর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখান তার অবস্থা আরো খারাপ হওয়ায় তার বাড়ির লোকজন তাকে ওড়িশায় নিয়ে যাবে বলে বাড়ি নিয়ে আসলে ভোর পাঁচটার সময় মৃত্যু হয় জয়ন্তর। বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।