আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৮ সেপ্টেম্বর: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গোয়ালবাড়ি কালিচরণপুর এলাকায়। মৃতের নাম হাফিজুল মণ্ডল(৩২)। ঘটনায় অভিযোগের তীর তাঁর দাদা রফিকুল মন্ডলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাফিজুল মণ্ডল কাজ থেকে বাড়ি এসেছিলেন। সেই সময় দাদা রফিকুল মন্ডলের ডাকে সে ঘর থেকে বাইরে বের হয়, অভিযোগ, তখনই ধারাল অস্ত্র দিয়ে আচমকা ভাইয়ের উপর আঘাত করে রফিকুল। সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
দীর্ঘদিন ধরে এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। আর সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে আচমকা ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে রফিকুল। ঘটনার পর থেকেই পলাতক রফিকুল ও তার পরিবার। ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাফিজুলের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় একদিকে এলাকায় যেমন নেমে এসেছে শোকের ছায়া, তেমনি অভিযুক্তের উপর ক্ষোভ বাড়ছে এলাকার সাধারণ মানুষের। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।