জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুলাই:
শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ব্লক তৃণমূল নেতা সনৎ মাহাতো, জেলা পরিষদের সদস্যা অঞ্জলি মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ভীমপুর বাজারে কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে জনসভার আয়োজন করা হয়। সভা থেকে প্রতিটি অঞ্চল এবং বুথে পতাকা উত্তোলন করার এবং দলীয় কর্মী সমর্থকদের একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দলীয় অফিসে আজকের এই সভায় ব্লকের সমস্ত বুথ সভাপতি ও অঞ্চল সভাপতি উপস্থিত ছিলেন।


