জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ আগস্ট: মাস্কের ওপর জাতীয় পতাকা ছাপিয়ে বাজারে বিক্রি করায় শুক্রবার খড়গপুর থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। খড়্গপুরের পুলিশ আধিকারিক রাজা মুখার্জি জানান, খড়গপুর শহরের কৌশল্যা ও গেট বাজার এলাকা থেকে জাতীয় পতাকা অবমাননার দায়ে তাদের গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। এদিন সকাল থেকে শহর জুড়ে সমস্ত বাজারে অভিযান চালানো হয়েছে। শহরবাসীকে সতর্ক করে জানানো হয়েছে, প্রকাশ্য জায়গায় ত্রিবর্ণ পতাকাযুক্ত মাস্ক পরে বের হলেই গ্রেপ্তার করা হবে। জাতীয় পতাকা কিংবা তার প্রতিকৃতির অবমাননা আইনত দণ্ডনীয়।