আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: সদ্য ফেলে আসা ২০২২-এর দুঃখ যন্ত্রণা ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ যজ্ঞে মেতে উঠল আপামর মানুষ। আজ ১লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন মানেই পিকনিক। ২০২৩-কে স্বাগত জানিয়ে সেলিব্রেশনে মেতেছে আট থেকে আশি সকলেই।

রবিবার সকাল থেকে ফেসটিভ মুডে দেখা গেল সাধারণ মানুষকে। তারই অঙ্গ হিসেবে হেমতাবাদের বাহারাইল ফরেস্টে জমে উঠেছে পিকনিকের আসর। জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন এই স্থানে। দিনভর চলছে নাচ, গান, খাওয়া দাওয়া, হৈ-হুল্লোড়।

হেমতাবাদের পাশাপাশি একই ছবি দেখা গেল কালিয়াগঞ্জের রাধিকাপুরেও। কালিয়াগঞ্জের রাধিকাপুরে টাঙ্গন নদীর ধারে রাধিকাপুর পার্কে জমে উঠেছে পিকনিক। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এদিন পার্কে পিকনিক করতে ভিড় জমান।


