মেদিনীপুরে সম্প্রীতির ইদ মিলন উৎসব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: মেদিনীপুর শহরের সিপাইবাজার-বড়আস্তানা মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে পালিত হল সম্প্রীতির ইদ মিলন উৎসব। স্থানীয় সিপাইবাজার শাহ আদিল মার্কেটে এই সান্ধ্যকালীন কর্মসূচিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা টিপু সুলতান মসজিদের ইমাম হাফিজ মৌলানা মহম্মদ হারুন রসিদ, চাঁদনীচকের ইমাম সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী মিলনানন্দজী  মহারাজ, খড়্গপুর গুরুদুয়ারের সভাপতি জিতেন্দ্র সিং, মেদিনীপুর শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ, মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ পৌরপ্রধান অনিমা সাহা, কাউন্সিলর মিতালী ব্যানার্জি ও সীমা ভকত, চিকিৎসক ডাঃ কলিমুজ্জামান মোল্লা, ডাঃ বারি, সমাজকর্মী ফারুক মল্লিক, সরফরাজ খান, জাকির খানসহ শহরের বিভিন্ন এলাকার মহল্লাদারগণ। এদিন  এলাকার মাধ্যমিক উর্ত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *