আম্ফান ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে হলদিয়া বন্দরকে রক্ষা করতে তৎপরতা

আমাদের ভারত, হলদিয়া, ১৮ মে: আম্ফান ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে হলদিয়া বন্দর সহ বন্দরে থাকা
জাহাজগুলিকে রক্ষা করতে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক করা হল হলদিয়ায় বন্দরের সিপিটি গেস্ট হাউসে। সিআইএসএফ, বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড কর্তৃপক্ষ এই মিটিংয়ে উপস্থিত ছিল। এই মিটিংয়ের পরে বন্দর কর্তৃপক্ষের পক্ষে জিএম মেরিন ক্যাপ্টেন উদয়ণ রায় সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে স্যান্ডহেড ও মাঝ সমুদ্রে থাকা জাহাজগুলিকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

ওয়েলজেটিতে থাকা জাহাজগুলোকে কাল সকালের মধ্যে খালি করে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বন্দরের ভেতরে থাকা জাহাজ গুলিকে সাধারণ নোঙর করা ছাড়াও অতিরিক্ত কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বস্তুত কাল থেকে হলদিয়া বন্দরে সমস্ত জাহাজ ঢোকা বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি হল। আগামীকাল থেকে কোন জাহাজ আর বন্দর থেকে বেরোবে না বা বন্দরে ঢুকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *