পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে মেদিনীপুর কলেজে শুরু হল “জঙ্গলমহল সাহিত্য উৎসব”। চলতি বছরই এই উৎসবের প্রথম সূচনা হল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ অন্যান্য অতিথিরা।
এদিন মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিপ্লবের ভূমি মেদিনীপুরে জঙ্গলমহল সাহিত্য উৎসবের সূচনা হল। জেলার তরুণ ও প্রবীণ প্রতিভাময় শিল্পীদের নিয়ে এই বছরই প্রথম সূচনা হলো এই উৎসবের। জঙ্গলমহলের পাঁচটি জেলার কবি, সাহিত্যিক ও লিটিল ম্যাগাজিনের স্টলগুলি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই উৎসবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সম্পর্কে তিনি বলেন যে, আপনারা দেখেছেন উপাচার্য এবং আচার্য দ্বন্দ্বের এক ধরনের ফলাফল সেটা গতকাল শীর্ষ আদালত নির্দেশ দিয়ে দিয়েছেন, আশা করছি সেই নির্দেশের পর যে জটিল অবস্থা ছিল তা ধীরে ধীরে কেটে যাবে এবং আবার আমরা সত্যিকারের শিক্ষাবিদদের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে পাঠাতে পারবো।