মোবাইল ছেড়ে পড়ুয়াদের মাঠমুখো হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ এপ্রিল: মোবাইল ছেড়ে পড়ুয়াদের মাঠমুখো হওয়ার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ৬৬ তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাই বলেন শিক্ষামন্ত্রী। এদিনের অনু্ষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বন মন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক সুনীল আগরওয়াল প্রমুখ।

রাজ্যের প্রতিটি জেলা থেকে স্কুল পড়ুয়াদের প্রতিনিধিরা এসেছিলেন। আগামী তিন দিন ধরে ফুটবল খেলা চলবে স্টেডিয়ামে। জানা গিয়েছে, রাজ্যের ২৩টি জেলা থেকে অনূর্ধ্ব ১৪ বছরের মোট ২৫ টি ফুটবল টিম অংশগ্রহণ করেছে। মোট ৭৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠ, সেবায়তন এলাকা, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয় প্রাঙ্গণ এবং পুকুরিয়া ফুটবল মাঠে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে।

এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “প্রযুক্তিকে বাদ দেওয়ার কথা বলবো না। কিন্তু হাতের ওই ৬ ইঞ্চি মোবাইল থেকে পড়ুয়াদের মাঠমুখো করতে হবে। যাতে তাদের শরীরিক বিকাশের পাশাপাশি মস্তিকেরও বিকাশ হয়। সবুজ মাঠের কোনো বিকল্প নেই’। খেলায় অংশগ্রহণকারীদের এদিন স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “খেলায় তোমরা সকলে জিতবে না এটা ঠিক। কিন্তু তোমরা সকলে অংশগ্রহণ করছো এটাই বড় কথা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *