আমাদের ভারত, সুকান্ত, ২৭ জানুয়ারি: শিক্ষাঙ্গনে বহিরাগতরা ঢুকে ব্যাপক ভাঙ্গচুর ও মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সাংবাদিকদের তিনি বললেন, “পশ্চিমবঙ্গে শিক্ষার গঙ্গাপ্রাপ্তি হয়ে গেছে বলা ভালো।“
সুকান্তবাবু বলেন, “দেখুন হামলাকারীরা তৃণমূল আশ্রিত কোনও কাউন্সিলর বা বিধায়ক হবে। তাই তো হচ্ছে পশ্চিমবঙ্গে। ছাগল স্কুলের পোষাক পরে ঘুরছে। শিক্ষামন্ত্রী জেলের ভেতরে। শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা। পর্ষদের সভাপতিও কখনও জেলে যান।
এর পরে দুষ্কৃতীরা হয়তো ভাবছে মুখ্যমন্ত্রী এ রাজ্যের শিক্ষাব্যবস্থাকে শেষ করার ব্যবস্থা করেছেন। শিক্ষক রেখে কী হবে? পেটা এগুলোকে।”
আপনি নিজে একজন শিক্ষক। শিক্ষাঙ্গণে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের এরকম মারধর করা যায়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাঙালি দেখুক না, কাকে মুখ্যমন্ত্রী করেছে। কাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবতে হবে! অশিক্ষিতদের যদি গদিতে বসায় এরকমই হবে!”
প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয়েছে বলে
শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ। সাংবাদিকের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন, “তাহলে তৃণমূলের শিক্ষা সেলের নেতা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা পেয়েছেন।”
প্রসঙ্গত, শনিবার নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনায় নিয়ে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, হঠাৎই বহিরাগতরা স্কুলে ঢুকে পড়ে। তারপর স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের মারা হয়।