সাথী দাস, পুরুলিয়া, ৩ নভেম্বর: সরকারি অনুষ্ঠান থাকায় ১৪ নভেম্বর ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। বিষয়টি নিয়ে ইডিকে চিঠি পাঠাচ্ছেন তিনি। ১৪ তারিখে আন্তর্জাতিক শিশু দিবস ও ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠান থাকায় ওই দুই দিন তিনি জেলায় থাকবেন। সভাধিপতি সুজয় তাঁর কক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সাংবাদিক বৈঠকে তাঁর অবস্থান স্পষ্ট করলেন সুজয়। আজ জেলাপরিষদে নিজের চেয়ারে বসে একই সঙ্গে তিনি জানিয়ে দেন যে ওই দুই দিন বাদে যে কোনও দিন যেতে প্রস্তুত রয়েছেন। তদন্তকারি সংস্থাকে সব রকম সাহায্য করতে তিনি তৈরি বলে জানান।
তিনি আরও বলেন, “ইডি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করবে বলেই মনে করব যদি আমার এই আবেদন বিবেচনা করে। না হলে তা হচ্ছে না বলে মনে করব।” তাঁর এই নোটিশ প্রসঙ্গে পরোক্ষ ভাবে এদিন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জিকে এবার তলব করে ইডি। অর্থ পাচার করার অভিযোগের তদন্তের জন্য গতকাল একটি নোটিশ এসেছে সভাধিপতির কাছে। আগামী ১৪ নভেম্বর সভাধিপতি সুজয় ব্যানার্জিকে তলব করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সভাধিপতি সুজয় ব্যানার্জিকে ইডি তলব করায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “অভিযোগ উঠেছে, তদন্ত করছে ইডি। কয়লা কাণ্ডে অনেক তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক জড়িত। টাকা পাচার করেছে, আত্মসাৎ করেছেন। এটা নতুন কিছু নয়।”
জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “আমি শাসক দলের হলে আমাকেও হয়তো তদন্তের মুখে পড়তে হতো। ক্লিন চিট সার্টিফিকেট নিয়েই সুজয় ব্যানার্জি ফিরুন এটাই চাইব।”
তাঁর ইডির নোটিশে কোনও পঞ্চায়েত ভোটে প্রভাব পড়বে না বলে দাবি সুজয় ব্যানার্জির। তবে, এটা বিজেপির পরিকল্পিত বলে পরোক্ষ ভাবে অভিযোগ করেন তিনি। তিনি এই নিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী যাঁদের নাম তিন মাস আগে বলে বেড়াচ্ছেন বিজেপির সভা মঞ্চে তাঁদেরই নোটিশ পাঠাচ্ছে ইডি। এটাই তাৎপর্যপূর্ণ।” দলের অবস্থান কী হবে তা দল বুঝবে বলে জানান সুজয়। তবে নোটিশের বিষয়টি দলের ঊর্ধ্বতনকে জানিয়েছেন বলে জানান।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “পঞ্চায়েত ভোটের আগে বিজেপি আমাদের ভয় খাইয়ে বাজিমাত করতে চাইছে। এটা নিস্ফল হবে। মানুষই এর জবাব দেবে।”