আমাদের ভারত, ৭ এপ্রিল: কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে কয়েক দিন আগে ফোন করে যে কথা প্রচার করতে বলেছিলেন, সেই কথা আজ নিজের মুখে ঘোষণা করলেন মোদী। রবিবারে জলপাইগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, বিভিন্ন দুর্নীতি মামলায় মোট সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সেই অর্থ ফিরিয়ে দেবেন তিনি বঞ্চিতদের। মোদীর মুখে আজ তৃণমূলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির প্রসঙ্গ উঠেছে, যার মধ্যে অন্যতম ছিল শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগের কথা।
আজ বাংলায়, “বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা” বলেই বক্তব্য শুরু করেন মোদী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির জনসভায় আজ বক্তব্য রাখতে উঠে উত্তরবঙ্গের ঝড়ে যে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় সেকথা উল্লেখ করেন তিনি। জনসভা থেকে হতাহতদের পরিবারকে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এরপরেই মোদী বলেন, এই লোকসভা নির্বাচন শুধুমাত্র একজন সাংসদ বেছে নেওয়ার ভোট নয়। শক্তিশালী দেশ গড়ার নির্বাচন। আজ বিজেপি সরকারের আমলে উত্তরবঙ্গে কী কী উন্নয়ন হয়েছে তার তালিকা তুলে ধরেন মোদী। তিনি বলেন, উত্তরবঙ্গের জি-টোয়েন্টি সম্মেলন হয়েছে, রেল যোগাযোগ বেড়েছে, তৈরি হয়েছে সড়ক। আগামী দিনে কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য বাড়বে বলেও জানান মোদী।
প্রধানমন্ত্রী বলেন, দশ বছরে উন্নয়নের ট্রেলার হয়েছে শুধু। আসল উন্নয়ন এখনো বাকি।
জনসভা থেকে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, তৃণমূল গরিবের প্রাপ্য টাকা নিজেরা চাইছে। আমি সেটা কি করে হতে দেব? তৃণমূল সরকারকে গরিব বিরোধী বলে আক্রমণ শানান মোদী। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্প বাংলায় এরা চালু করতে দিচ্ছে না।
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ তুলে তাদের শিক্ষা দেবার ডাক দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতি বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে।
এরপরই সন্দেশখালি ও ভূপতিনগর ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সির ওপরে হামলা চালাচ্ছে। সন্দেশখালি, ভূপতিনগর কান্ড প্রসঙ্গে বলতে গিয়ে মোদী বলেন, এসব ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য কংগ্রেস, বাম এবং তৃণমূল বিরোধী জোট ইন্ডিয়া গঠন করেছে বলেও দাবি করেছেন মোদী।
রাজ্যে ইডির বাজেয়াপ্ত করা ৩ হাজার কোটি টাকা গরিবদের ফিরিয়ে দেওয়া হবে বলে আজ জনসভা থেকে জানালেন মোদী। তিনি বলেন, লুটের টাকা বঞ্চিতদের ফিরিয়ে দেব।
বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলে আবারো খোঁচা দেন মোদী। রাজ্যের একের পর এক দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের জেলে থাকতে হবে এটাই মোদীর গ্যারান্টি।