কিছুটা স্বস্তি আম আদমীর ! কেন্দ্রের পর দাম কমানোর সিদ্ধান্ত নিলো ভোজ্য তেলের সংস্থাগুলিও

আমাদের ভারত, ৩ নভেম্বর :  ক্রমাগত বাড়ছে পেট্রোপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে আমআদমীর। তবে এই উৎসবের মরশুমে মিলল কিছুটা স্বস্তির খবর। কেন্দ্রের পর এবার ভোজ্যতেলের দাম কমাতে পদক্ষেপ করল ভোজ্যতেল প্রস্তুতকারী সংস্থাগুলিও।

ভোজ্যতেলগুলির সংগঠন সলভেন্ট এক্সট্রাকটর অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে উৎসবের মরসুমে ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা কমাবে তারা। এর আগে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভোজ্যতেলের দাম কমানোর জন্য পদক্ষেপ করা হয়েছিল। এই পদক্ষেপের কারণে গত ৩১ অক্টোবর পাম তেলের কেজি প্রতি মূল্য ১৬৯ টাকা ৬০ পয়সা থেকে কমে ১৩২ টাকা ৯৮ পয়সা হয়েছে বলে উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

তবে কেন্দ্র সরকারের ওই পদক্ষেপের পরেও দাম কমেনি সরষের তেল, বাদাম তেল ও সূর্যমুখী তেলের। কিন্তু এবার সেইসব তেলের দাম কমছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা কামানো হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে উচ্চ শুল্কের চাপ থাকা সত্বেও ক্রেতাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অক্টোবরে কেন্দ্রের তরফে ভোজ্যতেলের দাম কমাতে পদক্ষেপ করা হয়েছিল। জানানো হয়েছিল ভোজ্যতেলের ওপর থেকে বহিঃশুল্ক ও কৃষি শুল্ক হ্রাস করছে কেন্দ্র। সেই নির্দেশ যাতে কার্যকর হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। উৎসবের মরসুমে খুচরো বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। স্বাভাবিক ভাবেই এরফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।

ভারতকে তার প্রয়োজনীয় ভোজ্যতেলের ৬০ শতাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লে তা সরাসরি প্রভাব পরে এদেশের ভোজ্যতেলের বাজারেও। এই পরিস্থিতে শুল্ক কমানোর মতো সিদ্ধান্ত নিঃসন্দেহ স্বস্তির খবর আমজনতার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *