ED, Gopiballavpur, বালি পাচার চক্র! গোপীবল্লভপুরের বাসিন্দা শেখ জহিরুল আলির বাড়িতে হানা ইডির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির। ঝাড়গ্রামে গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা শেখ জহিরুল আলি নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। সুবর্ণরেখা নদীর তীরে বাড়ি করে থাকেন তিনি। তিনতলা এই বাড়ির মালিক জহিরুল দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের সঙ্গে যুক্ত।

ছিলেন সাইকেল সারানোর মিস্ত্রি। বর্তমানে তাঁর তিনতলা অট্টালিকা থেকে নজর ঘোরানো দায়। এলাকার লোকজনের দাবি, উল্কার মতো উত্থান হয়েছে ঝাড়গ্রামের শেখ জাহিরুল আলি ওরফে জহরুর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে থাকা প্রতিটি বালি খাদানে তাঁর প্রভাব রয়েছে, দাবি এলাকার বাসিন্দাদের। রাতারাতি সাইকেল মিস্ত্রি থেকে ‘বালি-চক্র’-র বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন তিনি, ঝাড়গ্রামে কান পাতলেই শোনা যায় এই ফিসফাস। সোমবার এই জাহিরুলের বাড়িতেই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি টিম।

সূত্রের খবর, বালি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগেই এই তল্লাশি চালানো হচ্ছে। ইডি অভিযানের খবর সামনে আসার পর থেকে ফের চর্চায় জাহিরুল।

জানা গিয়েছে, অষ্টম শ্রেণি পাশের জাল শংসাপত্র দিয়ে ভিলেজ পুলিশের চাকরি পাওয়ায় সেই কাজ থেকে তাকে বরখাস্ত করা হয়। গোপীবল্লভপুর থানা সংলগ্ন এলাকায় তাঁর সাইকেল সারানোর দোকান ছিল। গত ছয় থেকে সাত বছর আগে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আর এর পরেই ভাগ্যের চাকা ১৮০ ডিগ্রি বদলে যায় তাঁর। রাত হলেই বালি ব্যবসায় সক্রিয় হয়ে উঠতেন তিনি, আর দিন যেত সুখনিদ্রায়, দাবি স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *