সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি: বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়িতে ইডির হানা। মোট তিন জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। শঙ্কর আঢ্যর বাড়ি, তার এক কর্মী এবং ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং তাঁর শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।

শুক্রবার সকাল ৭:৩০টা নাগাদ ইডির সাতজন আধিকারিক সিআরপিএফ জওয়ানদের নিয়ে এই দুটি বাড়িতে হানা দেয়। পরে একটি আইসক্রিম কারখানা ও তার এক ঘনিষ্ঠের বাড়িতে হানা দেয়। যদিও কী বিষয়ে এই হাtনা তা এখনও জানা যায়নি।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, দিন কয়েক আগে তাঁকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। আজ তল্লাশিতে ৭জন আধিকারিক এসেছেন। তাঁর স্ত্রী বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান। এছাড়াও কালপুর এলাকায় তার যে আইস্ক্রিম কারখানা এবং বনগাঁর বসাক পাড়ায় তার ম্যানেজার বাপ্পা ঘোষের বাড়িতেও চলছে তল্লাশি।
এরই মধ্যে শংকর আঢ্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী অঞ্জন মালাকারকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে অন্যত্র বেরিয়ে যান ইডির কয়েকজন আধিকারিক।

