ED, Kalyani, কল্যাণীর ধীমান চক্রবর্তীর বাড়িতে সাত সকালে ইডি-র হানা

আমাদের ভারত, নদিয়া, ৮ সেপ্টেম্বর: সোমবার সকালে রাজ্যের চার জেলার ২২টি স্থানে একযোগে হানা দেয় ইডি। বালি পাচার মামলার তদন্তে নামা কেন্দ্রীয় এই সংস্থার নজরে রয়েছে নদিয়ার কল্যাণীও। কল্যাণী বিধানসভার অন্তর্গত এ৮/ ৪৬২ ঠিকানায় বসবাসকারী ধীমান চক্রবর্তীর বাড়িতে সকাল সাতটা নাগাদ অভিযান চালায় ইডি-র একটি টিম। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, ধীমান চক্রবর্তী কলকাতার সেক্টর ফাইভ- এ অবস্থিত জিডি মাইনিং অফিসে পরিচালক পদে কর্মরত। বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। শুধু ধীমান নন, একাধিক বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *