পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ ফেব্রুয়ারি: মঙ্গলবার ৬ ঘন্টা ৪০ মিনিট ধরে রুদ্ধদ্বার তল্লাশি অভিযানের পর ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার সরকারি আবাসন থেকে বেরিয়ে যান ইডি অফিসাররা। মঙ্গলবার সকাল ৮ টার সময় সরকারি আবাসনে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের মাইনরিটি দপ্তরের আধিকারিক শুভ্রাংশু মন্ডলের কোয়ার্টারে হানা দেয় ইডি আধিকারিকরা। দীর্ঘ ৬ ঘণ্টা ৪০ মিনিটের রুদ্ধদ্বার তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা শুভ্রাংশু মন্ডলের বাড়ি থেকে বেরিয়ে যান।
এদিনের তল্লাশি অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনো প্রকার মন্তব্য করেনি ইডি অফিসাররা। সরকারি আধিকারিক শুভ্রাংশু মন্ডলের বাড়িতে গেলে দেখা যায় বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এবং তল্লাশি অভিযান প্রসঙ্গে কোন প্রকার মন্তব্য করতে নারাজ শুভ্রাংশু মণ্ডল সহ তার পরিবারের সদস্যরা।
কী কারণে শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি।