নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর:
ফের মুকুল রায়ের সম্পত্তির হিসেব চাইল ইডি। সারদা মামলার তদন্তের অগ্রগতির জন্য তার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে। শুধু মুকুল রায়ের নয় তার স্ত্রীরও ব্যাংকের সম্পত্তির হিসাব চেয়েছে ইডি।
চলতি মাসের ৯ নভেম্বর মুকুল রায়ের কাছেই ইডির এই নোটিশ আসার কথা ছিল। কিন্তুু ছুটি থাকায় সেই নোটিশ পাঠানো সম্ভব হয়নি ইডির কর্তাদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নোটিশ মুকুল রায়ের কাছে মেল মারফত পৌঁছেছে। দ্রুত সম্পত্তি ও ব্যাংকের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারী অফিসাররা।
প্রসঙ্গত, সারদা মামলায় এর আগেও মুকুল রায়ের ব্যাংঙ্কের নথি ও সম্পত্তির হিসেব নিয়েছে ইডি। ২০২১ এর আগে বিধানসভা ভোটের আগে মুকুল রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দাদের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সারদা মামলায় তৃণমূলে থাকাকালীন সিবিআইয়ের মুখোমুখি হয়েছিল মুকুল রায়। বিজেপিতে আসার পর সেভাবে সিবিআই এর মুখোমুখি হতে হয়নি তাঁকে। যদিও নারদ মামলায় সিবিআইয়ের মুখোমুখি বিজেপিতে থাকাকালীনই হয়েছিলেন মুকুল রায়।
রাজনৈতিক মহলের একাংশের দাবি ভোট যত এগিয়ে আসবে মুকুল রায়ের উপর কেন্দ্রীয় গোয়েন্দাদের চাপ বাড়বে। কারণ ইতিমধ্যেই সারদা ও নারদা মামলায় মুকুল রায়ের প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের নরম অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। মুকুল রায়ের উপর কেন্দ্রীয় গোয়েন্দাদের খাঁড়া ঝুলতে থাকে তাহলে বিরোধীরা এই বিষয়ে বিজেপিকে কোণঠাসা করতে পারবে না।