আমাদের ভারত, ১৭ আগস্ট: ভারতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অর্থনীতিবিদ তথা বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কৌশিক বসুর মন্তব্যের বিরোধিতা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে গুজরাটে ধর্ষণে সাজা প্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।
একটি দৈনিক পত্রিকায় বুধবার অর্থনীতিবিদ কৌশিক বসু এই সম্পর্কে যে মতামত পেশ করেছেন, তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তথাগতবাবু। কৌশিকবাবু তাঁর দীর্ঘ প্রতিবেদনে লিখেছেন, “ধর্ষণে অপরাধীদের মালা পরানো হচ্ছে! জেলমুক্তি উদযাপনে মিষ্টিমুখ করানো হচ্ছে তাদের! এই ঘটনা শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়, বিশ্বের দরবারে ভারতের লজ্জাও। কোথায় যাচ্ছি আমরা?“
প্রতিক্রিয়ায় তথাগতবাবু লিখেছেন, “নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ এফ এ হায়েক ১৯৭৪ সালে তাঁর ব্যাঙ্কোয়েটে বলেছিলেন, “এমন মনে করার কোনো কারণ নেই যে যিনি অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি সমাজের সব সমস্যারই সমাধান করতে পারবেন।”