পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: টানা বৃষ্টির মধ্যেই হয়েছে পুজো মন্ডপের কাজ। মেদিনীপুরে বিগ বাজেটের অন্যতম পুজো মন্ডপ হলো সংযুক্ত পল্লী দুর্গোৎসব কমিটির। এবছর এই পুজোর থিম “এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে”। এবছর ৭৪তম বর্ষে ১৪ লক্ষ টাকা বাজেটের এই থিমের আয়োজন করেছেন উদ্যোক্তারা। দিনের পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলেছে দ্রুতগতিতে মন্ডপ তৈরির কাজ। এবারের থিমের উদ্দেশ্যই হলো মাটির সংরক্ষণ ও মাটির গুরুত্ব বোঝানো।

উদ্যোক্তাদের পক্ষে সম্পাদক তাপস সিনহার বক্তব্য অনুযায়ী, এই মাটি দিয়েই সমস্ত প্রাণীকূল সৃষ্টি এবং তার জীবিকা নির্বাহ করছে, কিন্তু মাটিকে গুরুত্ব দিচ্ছে না বর্তমান মানুষজন। তাই পরিবেশবান্ধব এই পুজো মন্ডপ ও প্রতিমা তৈরি করেছেন তারা। মণ্ডপের কারুকার্য সহ প্রতিমাতেও নতুনত্বের ছোঁয়া।

